1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

জামালগঞ্জে জলমহাল থেকে তিন বন্দুক উদ্ধার, আটক দু’জন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৪.২০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার সুন্দরপুর জলমহাল পার্শবর্তী কালিবাড়ি বাঁধসংলগ্ন নতুন জন্মনেওয়া একটি জলমহাল থেকে দুটি দোনলা বন্দুক ও একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জলমহালের খলাঘর থেকে অস্ত্র উদ্ধার করলেও ওই সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে অস্ত্রগুলো লাইসেন্সধারী ও বৈধ। তবে ভিন্ন এলাকায় ভিন্ন ব্যক্তি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এদিকে রোববার সন্ধ্যায় অস্ত্রের বৈধ মালিক থানা থেকে অস্ত্র আনতে গেলে পুলিশ তাদের আটক করেছে। আটকৃতরা হলেন নিজাম উদ্দিন ও সিরাজুল হক। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সুন্দরপুর জলমহাল সংলগ্ন কালিবাড়ি বাঁধের পাশে কয়েক বছর আগে একটি জলমহালের সৃষ্টি হয়। ইজারাবিহীন এই জলমহাল ভোগ দখল করছিল স্থানীয় একটি চক্র। অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মৎস্যজীবিদের বিতাড়ণ করতো। এই অভিযোগে বিলে হানা দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।
জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাশেম বলেন, সুন্দরপুর জলমহাল সংলগ্ন কালিবাঁড়ি বাধ এলাকা থেকে দুটি দোনলা বন্দুক ও একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। তবে এগুলোর লাইসেন্স রয়েছে। তিনি বলেন, রোববার সন্ধ্যায় সিরাজুল হক ও নিজাম উদ্দিন নামের দুই ব্যক্তি বৈধ অস্ত্রগুলো নিতে আসলে তাদের আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!