স্টাফ রিপোর্টার::
ধানম-িস্থ আওয়ামী লীগ কার্যালয় এখন মুখরিত সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী ও তাদের সমর্থকদের পদচারণায়। সেই মুখরতায় যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী ও তাদের সমর্থকরা।
জানা গেছে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা)র মনোনয়ন প্রত্যাশীরা। এ পর্যন্ত এই আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট শামীমা শাহরিয়ার, সৈয়দ রফিকুল হক সোহেল, মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, বিনয়ভূষণ তালুকদার ভানু, রনজিত সরকার, রেজাউল করিম শামীম, রফিকুল হাসান চৌধুরী, এডভোকেট আক্তারুজ্জামান সেলিম শক্তিপদ রায় ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ এবং ব্যারিস্টার কাউসার তালুকদার।
শুক্রবার সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুল আলম হানিফ ও আহমদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন পত্র সংগ্রহের সচিত্র ছবি প্রকাশ করেছেন।