স্টাফ রিপোর্টার:
নিজ কার্যালয়ে সহায়তার জন্য ডেকে এনে গৃহবধুকে ধর্ষণের মামলায় বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দুলালকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ দুপুরে তিনি জামিনের জন্য এসেছিলেন বলে জানা গেছে।
হারুনুর রশিদকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ড. খায়রুল কবীর রোমেন।