1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

তাহিরপুরে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও কোনা জাল জব্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ২.৪৯ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ও দক্ষিণ বড়দল দুটি ইউনিয়নের বিভিন্ন হাওরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও কোনা জাল জব্ধ। জব্দকৃত কারেন্ট ও কোনা জালের মূল্য লক্ষাধিক টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার দক্ষিণ শ্রীপুর ও দক্ষিণ বড়দল দুটি ইউনিয়নের অবৈধ ভাবে বিভিন্ন হাওর ও নদী চলার পথে বাধা সৃষ্টি করে জেলেরা কারেন্ট জাল ও কোন জাল দিয়ে মাছ ধরে। গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার সন্ধ্যার থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি অবৈধ মাছ ধরার স্থাপনা ভেঙ্গে দেন এবং ৩০হাজার মিটার জাল জব্দ করেন। পরে জব্দকৃত জাল গুলো বৃহস্পতিবার বিকালে থানা চত্তরে আগুনে পুড়ানো হয়। তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসময় তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন,তাহিরপুর থানার এসআই আমির,উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ স্বজন পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!