1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগামী নির্বাচন সুন্দর হবে, দোষারোপ করে লাভ নেই: পরিকল্পনামন্ত্রী অগ্নিকান্ডে কয়লা ব্যবসায়ীর বসতঘর ছাই টাঙ্গুয়ার হাওরে বজ্রপাতে জেলে নিহত ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লাখ ২৫ হাজার টাকা আদায় শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন নিয়ে অপপ্রচার সংগঠনের নিন্দা ও প্রতিবাদ জামালগঞ্জে চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান নিয়ে প্রেস কনফারেন্স স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এমপি মানিক শাল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং সুনামগঞ্জে উৎসে কর কর্তনের বিধি বিধান বিষয়ে ওয়ার্কিং সেমিনার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

তাহিরপুরে হাসপাতালের পুরনো ভবনগুলো ঝুকিঁ পূর্ণ: সংস্কারের উদ্যোগ নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮, ৯.২১ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মান হলেও আবাসিক ৩টি ভবন ঝুঁিকপূর্ণ সংস্কারের কাজ হচ্ছে না। ফলে ঝুকিঁ নিয়ে র্দীঘ দিন ধরেই বসবাস করছে ভবন গুলোর কর্মকর্তা কর্মচারীরা। যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সবাই।
একাধিক সূত্রে জানা যায়, বর্তমান সরকার এ উপজেলা সাড়ে ৩ লক্ষাধিক জনসাধারনের চিকিৎসা উন্নয়নের স্বার্থে ৩০ সয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বৃহত্তর ৫০শয্যা বিশিষ্টি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও ৩টি নতুন আবাসিক কোয়াটার তৈরি ও সংস্কারের কাজ করার জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়। আর আর এণ্টাপ্রাইজ নামের প্রতিষ্টানটি কাজ করছে। ঐ প্রতিষ্টানের দায়িত্বপ্রাপ্ত্য ন্ট্রাকটার কাজ করছে এখনও। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্ষের পুরোনো ৩টি বিল্ডিং (২য় শ্রেনী নার্স কোয়াটার (এক তলা বিল্ডিং), তৃতীয় শ্রেনী (৪তলা বিল্ডিং) এবং চতুর্থ শ্রেনী (২য় তলা বিল্ডিং) কোয়াটারে রিপিরিয়ারিংয়ের কাজ না করায় ভবন গুলোতে অবস্থাকারীগন আছেন আতংকের মাঝে।
এই বিষয়ে জানতে কন্ঠ্রাটারের দায়িত্বে থাকা রুকন জানান, রিপিয়ারিংয়ের কাজ হবে না। এ খাতের জন্য কোন বরাদ্ধ নেই।
পুরোনো বিল্ডিংয়ে সব-বাসকারী কর্মকর্তা ও কর্মচারীগন বলেন,হাসপাতালের আবাসিক কোয়াটার গুলোর অবস্থা খুবেই খারাপ। বৃষ্টির সময় রোমে পানি দেওয়াল ছুয়ে পানি ভিতরে প্রবেশ করে। দেওয়ালের আস্থও খসে খসে পড়ছে। দরজা,জানালা ভাঙ্গা,পানির টেব,টয়লেটের লাইন সবকিছুই খুবেই খারাপ অবস্থা। মেরামত করবে বলেছিল কিন্তু এখন হাসপাতালের পুরো কাজেই শেষ হবার পথে কিন্তু পুরোনো ৩টি বিল্ডিংয়ের একটির কাজও করে নি। কাজ হবে না বলেছে তারা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তারা শুরুতেই বলেছে রিপিয়ারিংয়ের কাজ করবে এখন তারা বলছে বাজেট শেষ কাজ হবে না। এছাড়াও বার বার তাদের বলেছি হাসপাতালের কাজের বিবরন সহ(কোন কাজে কত টাকা বরাদ্ধ আর কিভাবে কি পরিমান কাজ হবে)আমাকে তথ্য দিতে কিন্তু তারা আমার কথা প্রথমে থেকেই একবারেই শুনছে না। আমি আমার উর্ধবতন কতৃপক্ষকে জানিয়েছি। এবং তাদের নামে নোটিশ করেি

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!