স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষে নির্বাচন কমিশন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেছে। সাধারণ সম্পাদক পদে ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হারুন রশিদ।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। প্রধান প্রতিদ্বন্ধী মো. আব্দুল জলিল বাইসাইকেল প্রতীকে ২৮৯ ভোট পেয়েছেন। অপর প্রার্থী মো. জহিরুল ইসলাম (আনারস) প্রতীকে ৫ ভোট পেয়েছেন। উৎসবমুখর পরিবেশে ২ হাজার ৪৩৩ ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার রওনক বখত বলেন, শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব বেছে নিয়েছেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন নিয়ে কারো কোন আপত্তি না থাকায় নির্বিঘেœ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।