1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

আমার শেষ নির্বাচনে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই : প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮, ৪.০২ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকা বাংলাদেশের উন্নয়নের জন্য এক সূত্রে গাঁথা। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি নিজেও আওয়ামী লীগের মনোনয়ন পাবেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন তাই উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাই। তিনি বলেন, গত ১০ বছর আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার উন্নয়নে কতটুকু অবদান রেখেছি তার বিচার আপনাদের ওপর রাখলাম। আপনাদের আমানতের অমর্যাদা না করে থাকলে আবারো আপনারা আমাকে ভোট দিবেন বলে আশা করছি।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পাটলী ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রতিমন্ত্রী এম এ মান্নান সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যায়ে কেশবপুর- এরালিয়াবাজার সড়ক, ৪৬ লাখ টাকা ব্যায়ে বনগাঁও-রসুলগঞ্জ সড়ক, সাতহাল- কুরিয়াল সড়কে বুকা নদী ওপর ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭ লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজের উদ্ধোধন এবং ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বনগাঁও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি পাটলী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে পাটলী ইউনিয়ন পরিষদ মার্কেটের উদ্ধোধন ও ১২ লাখ টাকা ব্যয়ে রসুলগঞ্জ বাজার সড়ক ও সবজি সেট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিকেলে পাটলী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, অ্যাডভোকেট হোসেন আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পাটলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খালেদ হাসান খালেদ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে ইউনিয়নের ৯জন প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ে ডাষ্টবিন বিতরণ করা হয়।এদিকে দুপুরে জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের প্রভাকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন দুইটি পাকা শ্রেনীকক্ষ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম ফজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,
গ্রামের বিশিষ্ট মুরব্বী ছুফি মিয়া মাষ্টার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, সিনিয়র সহসভাপতি কল্যান কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় পরিচালৈনা কমিটির সভাপতি হারুনু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সোহেল খান, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য লিটন মিয়া, হাফিজুর রহমান, সুয়েব আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার ইমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এর সাথে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সাথে এক মতবিনিময় সভা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামস উদ্দিন এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার মধু সুদন ধর এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা সিভিল সার্জন আশুতোষ দাশ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,ইউএনও মাহফুজুল আলম মাসুম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ওসি হারন রশীদ চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!