স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী ২০ অক্টোবর সুনামগঞ্জে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বেলা ১১ টায় হেলিকপ্টার যোগে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নামবেন। এরপর সড়ক পথে তিনি দক্ষিণ সুনামগঞ্জে যাবেন। দিনব্যাপি সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
দক্ষিণ সুনামগঞ্জে চারতলা বিশিষ্ট নতুন থানা ভবন ও ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। দক্ষিণ সুনামগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়ারাবাজার নতুন থানা ভবনের উদ্বোধন করবেন তিনি। দোয়ারাবাজার থানা ভবন উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা গেছে, দোয়ারাবাজারের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।