স্টাফ রিপোর্টার ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সাথে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিক পুলিশ নজরদারী করবে। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের আশ্বস্ত করে বলেন ‘পূজা মন্ডপের আশ পাশে যে কোনো রকম অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হলে আমাদের সাথে সাথে জানাবেন। শহরের যে কোনো পূজা মণ্ডপে অনাকাঙ্খিত ঘটনা হলে আমরা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবো।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ যুগেশ্বর দাস, প্রফেসর পরিমল কান্তি দে, ট্রাফিক ইন্সপেক্টর মো. শামসুল আলম, রাজ্জাকুল হায়দার, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ওসি (অপারেশন) মঞ্জুরুল মোর্শেদ। অ্যাডভোকেট বিমান কন্তি দে, বিমল বণিক প্রমুখ।