1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

বিপ্লবী জসিম মণ্ডল স্মরণে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮, ১.৫৯ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উপমহাদেশের কমিউনিস্ট বিপ্লবী, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, কমিউনিস্ট পার্টির প্রয়াত উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের ১ম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ। মঙ্গলবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা’র আয়োজন করা হয়।
জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য নিমাই সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সংসদের সাবেক সভাপতি মো. রইসুজ্জামান৷ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সদস্য সচিব মনির হোসেন দুর্জয়, শহর সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আইরিন জাহান এনি, ছাত্র ইউনিয়ন নেতা জজ মিয়া, সানন্দ, রাব্বি ও হুসাইন আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জসিম মণ্ডলের ঘটনাবহুল জীবন ছিল আমাদের জন্য প্রেরণার। বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থাকে বদলাতে হলে প্রত্যককে একেকজন জসিম মণ্ডল হয়ে উঠতে হবে। তার আদর্শকে ধারন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে৷
উল্লেখ্য, ২০১৭ সালের ২ অক্টোবর বার্ধক্যজনিত কারণে বিপ্লবী জসিম মণ্ডলের জীবনাবসান হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!