1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-সাচনা সড়কে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৫.৫৯ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যবর্তী সড়কের ফতেহপুর ইউনিয়নের শালমারা অংশে দন্ডায়মান বেইলী ব্রিজটি ভেঙ্গে সাচনা-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত রবিবার বিকালে চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসা ঢেউটিন ভর্তি একটি অতিরিক্ত মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-২০-৯৯৮৯) ব্রিজটিতে উঠলে ব্রিজের মধ্যস্থল দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকসহ পানিতে নিমজ্জিত হয়। এ অবস্থায় চলতি পথটিতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তার দুই পাশে শতাধিক সিএনজি, অটো ও মোটরসাইকেল আটকা পড়ে।
জানা যায়, ট্রাকটিতে সাচনা বাজারের টিন ব্যবসায়ী রতন পালের মালিকানাধীন অর্নব ট্রেডার্সের মাল ছিল। মালবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসার পথে দুর্ঘটনা কবলিত হয়। ট্রাক চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। টিন ব্যবসায়ী রতন পালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ভাই মোবাইল ফোন ধরে জানায়, রতন পাল দোকানে নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিরাপত্তার প্রয়োজনে সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্দেশিত দুইটি সাইনবোর্ড ব্রিজের দু’পাড়ে সাটানো রয়েছে। সেখানে ‘সাবধান ঝুঁকিপূর্ণ বেইলী সেতু, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ’ সম্বলিত সাইনবোর্ড থাকা সত্ত্বেও এ ব্রিজ দিয়ে অধিক বোঝাই ট্রাক অহরহ চলাচল করে আসছিল। দীর্ঘদিন ধরে চলে আসা অধিক মালবাহী ট্রাকের অসহনীয় চাপে ব্রিজটি আরো দুর্বল হয়ে পড়লে গতকাল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!