1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ শেষে নদীর তীরে ফেলে রাখার ঘটনায় প্রেমিক কারাগারে সুনামগঞ্জে বিএনপির চার মনোনয়নপ্রত্যাশীর একসঙ্গে শোডাউন ও কর্মীসভা টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন ও বিশৃঙ্খল আচরণে ৫ পর্যটকের কারাদণ্ড দেশের সব সরকারি প্রতিষ্ঠানে স্থাপন হবে সোলার প্যানেল বালুপাথর মহালের ইজারা বন্ধ নয়, ইজারা প্রথার বাতিল চাই।। ইকবাল কাগজী

বাউল শাহ আবদুল তোয়াহেদ অসুস্থ, প্রয়োজন উন্নত চিকিৎসা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫, ৯.৩৭ এএম
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রিয় ভাগ্নে বাউল সাধক শাহ আবদুল তোয়াহেদ গুরুতর অসুস্থ। গত ৫ মে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা হচ্ছেনা এই নিভৃতচারী হতদরিদ্র বাউলের। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ৭ম তলায় মেডিসিন (পুরুষ) বিভাগের ৩৭ নং ওয়ার্ডে বারান্দায় চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাউলের অনুরাগী ও স্বজনরা জানান, স্বশিক্ষিত বাউল সম্রাট শাহ আবদুল করিম তার এই ভাগ্নের মধ্যে প্রখর মেধা-সাধনার প্রচেষ্টা লক্ষ্য করে তাকে তৎকালীন সময়ে সিলেট শহরে এনে পড়ালেখা করান। বাউল মামার আর্থিক সহায়তা ও পৃষ্টপোষকতায় তিনি স্নাতক পাশ করেন। মামাকেই মুরশিদ জ্ঞানে ভজন করেন। এরপর থেকেই বাউল সম্রাট শাহ আবদুল করিম প্রিয় ভাগ্নেকে সাথে সাথে রাখতেন। শাহ আবদুল করিমের প্রতিবাদী, নির্লোভ আদর্শের উত্তরাধিকারী হিসেবে তিনি বাউল সমাজে সমাদৃত। সকল লোভ ও লালসার উর্ধে ওঠে নীরবে বাউল সাধনা করছেন এই অকৃতদার বাউল শাহ আবদুল তোয়াহেদ।
বাউল অনুরাগীরা আরো জানান, শাহ আবদুল করিমের ভাটির চিঠি গীতিগ্রন্থের পাণ্ডুলিপিকার ছিলেন শাহ আবদুল তোয়াহেদ। পরবর্তীতে এটি গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এই পাণ্ডুলিপিটি নিজ হাতে লিখে প্রস্তুত করে দিয়েছিলেন শাহ আবদুল তোয়াহেদ। দীর্ঘদিন তিনি মামার সান্নিধ্যে থেকে এবং উচ্চশিক্ষা লাভের কারণে বাউল গান ও লোকগান নিয়ে ব্যাপক পড়ালেখা করেন। এ কারণে তার গানে বিশেষ গভীরতা প্রকাশ পেয়েছে। প্রায় সাত শতাধিক গান রচনা করেছেন তিনি। দুইশ গানের একটি গ্রন্থ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে। গত কয়েক বছর ধরে তার রচিত বিভিন্ন গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আসছেন।
উজানধল গ্রামে বাউল শাহ আবদুল করিমের পৈত্রিক ভিটাতেই বসবাস করেন শাহ আবদুল তোয়াহেদ। তারও শীষ্য ও ভক্ত রয়েছে। তিনি নীরবে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাউল সাধনায় রত আছেন। বাউল ভক্তরা জানান, আর্থিক অসচ্ছতার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ শাহ আবদুল তোয়াহেদ। তিনি ডায়াবেটিকস, রক্তশূণ্যতাসহ বিভিন্ন রেগে ভোগছেন। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারছেন না এই বাউল। ফলে দিনদিন আরো অসুস্থতা বাড়ছে। গত ৫ মে ব্রেইন স্ট্রোক করে এখন ওসমানীতে ভর্তি আছেন।
তার ভাতিজা নূর বলেন, বাউল শাহ আবদুল তোয়াহেদ ব্রেইন স্ট্রাক করার পর ওসমানীতে নিয়ে এসেছি। আমরা বারান্দায় চিকিৎসাধীন আছি তিনদিন ধরে। চাচার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে আমরা সাধারণ চিকিৎসাও করাতে পারছিনা।
ওসমানী হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডের ইনচার্জ ডা. সৌমিত্র বলেন, বাউল সাধক শাহ আবদুল তোয়াহেদের চিকিৎসা চলছে। আমরা আরো পরীক্ষা নীরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!