1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্চ ভর্তি পরীক্ষা শুরু পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত! সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু গরমে অতি উচ্চ ঝূকিতে শিশুরা, ইউনিসেফের সতর্কতা কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে জানতে চান হাইকোর্ট সোনার দাম ২১০০ টাকা কমলো প্রতি ভরিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী

তাহিরপুরে যাদুকাটা নদীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানবন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গিয়ে নির্যাতনের শিকার কামাল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবেশ উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্থা আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

১ ফেব্রুয়ারি তাইফুরের যাদুকাটা নদীতে অবৈধ বা পেপার কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে বালু পাথর কুচক্রের নির্যাতনের শিকার হন দৈনিক সংবাদ-এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন। ঘটনার আট দিন পর এখন পর্যন্ত এজহারভুক্ত পাঁচ আসামির মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। তাই বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন এর শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ যাদুকাটা নদীর পাহাড় কেটে বালু পাথর উত্তোলন করছে। এতে নদী তীরবর্তী অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। অবৈধভাবে পাহাড় কেটে বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়া এই চক্রটি এখন আর কোন কিছুর তোয়াক্কা করছে না। তাই একজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাকে গাছে বেঁধে মারপিট করার মতো সাহস পাচ্ছে। এই ঘটনা ঘটিয়ে যদি তারা পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার প্রতিবাদ করতে পারবে না। এজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

একই সাথে যাদুকাটা নদীর পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানাই।’

আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ নাসির, সহ-সভাপতি ইউসুফ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার ফিল্ড অফিসার আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, নারী উদ্যোক্তা ফার্মিস আক্তার, লেখক কলামিস্ট গোলাম সারোয়ার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, ছড়াকার ঋষিকেশ রায় শংকর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, মোজাম্মেল হক, প্রভাষক মোঃ মাহবুবুর রউফ নয়ন, তায়েব আহমেদ জয়, শাকিল আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!