1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

‘নীলাদ্রী’ নয় শহিদ সিরাজ লেক নামে ইত্যাদি অনুষ্ঠানে প্রচারের জন্য স্মারকলিপি

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১২.৩৪ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাটে অবস্থিত শহিদ সিরাজ লেককে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে নীলাদ্রী লেক নামে উপস্থাপনের প্রতিবাদে ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র। গতকাল শনিবার সংগঠনের জামালগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক আকবর হোসেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইত্যাদির সংশ্লিষ্ট বরাবরে এই আবেদন করেন। আবেদনে নীলাদ্রীর বদলে শহীদ সিরাজ লেক হিসেবে উপস্থাপনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
লিখিত আবেদন থেকে জানা গেছে আগামী ১৯ নভেম্বর এখানে ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু না জেনেই ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার মাধ্যমে শহিদ সিরাজ লেকের বদলে নীলাদ্রী লেক নাম আসছে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখানে ১৯৭১ সনে ৫নং সেক্টরের টেকেরঘাট সাবসেক্টরের প্রধান কার্যালয় ছিল। এখান থেকে মুক্তিযুদ্ধের অসম সাহসী গেরিলা সংগঠন দাসপার্টি হাওরাঞ্চলে যুদ্ধ পরিচালনা করতো। অন্যান্য নিয়মিত মুক্তিবাহিনীও এই কার্যালয় থেকে অভিযান পরিচালনা করে অনেকেই শহিদ হয়েছেন, অনেকে আহত হয়েছে। অনেক শহিদদের এনে এই স্থানে দাফন করতেন সহযোদ্ধারা। জামালগঞ্জ শত্রুমুক্ত করতে গিয়ে শহিদ হওয়া সিরাজকে এখানেই সমাহিত করেন মুক্তিযোদ্ধারা। এরপরে থকেই টেকেরঘাট চুনাপাথর খনির এই লেকটি শহিদ সিরাজ লেক হিসেবে পরিচিতি পাচ্ছে। গত বছর এই লেকের নাম শহিদ সিরাজ লেক করার জন্য জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত আবেদন জানিয়েছিল সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ। এভাবে জেলা প্রশাসনও গত বছর থেকে এখানে শহিদ সিরাজের নামে সাইনবোর্ড ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে। আবেদনকারী আগামী ইত্যাদি অনুষ্ঠানে নীলাদ্রী লেকের বদলে শহিদ সিরাজ লেক উল্লেখ করার জন্য অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!