বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ-২৮ বিজিবির উদ্যোগে সদর উপজেলার পুরান লক্ষণশ্রী গুচ্চগ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় গুচ্চগ্রামে গিয়ে হতদরিদ্র মানুষের মধ্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবির সেক্টর কমাণ্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মোঃ মাহবুবুর রহমান।
বিজিবির কাছ থেকে উন্নত মানের ইফতার ও রাতের খাবার খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র লোকজন।
এসময় সেক্টর কমাণ্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান বলেন, রমজান সংযম ও ত্যাগ ও ভ্রাতৃ্ত্ববোধের শিক্ষা দেয়। আমরা এই শিক্ষা থেকে আজ দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করেছি। অসহায় মানুষের পাশে দাড়িয়ে আমরা কাজ করে যাব।