ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর গণ সংযোগ করেছেন। বুধবার সকালে তিনি উপজেলার বিএনপি নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। তাহরিপুর, দক্ষীণ শ্রীপুর, মাহমুদপুর, চাপাতি বাজার, মানিক টিলায় বাজারে গণ সংযোগ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি’র নেতা জুলফিকার আলী ভুট্রো,মধ্যনগর থানার যুবদলের আহবায়ক কামাল হোসেন, শ্রীপুর ইউপি বিএনপির সভাপতি গুলেনুর, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, বিএনপি নেতা সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শামীম, শান্তু প্রমূখ।
গণ সংযোগ কালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি’র পতাকা তলে সকলে মিলে কাজ করে যাব ইনশাল্লাহ। তাহিরপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ করার জন্য ছুঠে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।