1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত! সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু গরমে অতি উচ্চ ঝূকিতে শিশুরা, ইউনিসেফের সতর্কতা কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে জানতে চান হাইকোর্ট সোনার দাম ২১০০ টাকা কমলো প্রতি ভরিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ

সীমান্তে ৭ লক্ষ টাকা টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৫.৫০ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় সাত লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ করেছে ২৮- বিজিবি টিম। এসব পন্যের মধ্যে রয়েছে,
ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, চাল, বিড়ি এবং বারকী নৌকা।
জানা যায়, বাঁশতলা বিওপির টহল দল ০১ ডিসেম্বর বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২৩৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী নামক স্থান হতে ২০,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে।

একই দিনে মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ৮০ কেজি ভারতীয় চিনি আটক করে।

ওইদিন বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/১-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ এবং

চিনাকান্দি বিওপির টহল দল ০১ সীমান্ত পিলার ১২১১/২ এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ১০৮ কেজি ভারতীয় চিনি আটক করে।

এদিকে মাটিরাবন বিওপির টহল দল ০২ ডিসেম্বর শুক্রবার সীমান্ত পিলার ১১৮৯/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে।
একই দিনে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৪,৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ০৬টি বারকী নৌকা আটক করে।
ওইদিন চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/১০-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৯৪ কেজি ভারতীয় চিনি এবং ৫০ কেজি চাল অটক করে।
একইদিনে ডুলুরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/১১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের মথুরাকান্দি নামক স্থান হতে ৬৬৬ কেজি ভারতীয় চিনি আটক করে এবং
মাঠগাঁও বিওপির টহল সীমান্ত পিলার ১২২৫/১-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড় নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করেছে।
আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৬ লক্ষ ৯৯ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য কার্যালয় এবং ভারতীয় চিনি, গরু, কয়লা, বিড়ি ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!