স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দ্বিতীয় দিনে করোনার ভ্যাক্সিন নিয়েছেন ৯৯১জন। এর মধ্যে সুনামগঞ্জ সদরেই করোনার ভ্যাক্সিন গ্রহণ করেছেন ৪০৮জন। সদরে ভ্যাক্সিন গ্রহণে উৎসবমুখর পরিবেশ থাকলেও অন্যান্য উপজেলাতে এই চিত্র নেই। উপজেলাগুলোতে ভ্যাক্সিন গ্রহণের হারও কম।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানিয়েছেন, ভ্যাক্সিন প্রদানের দ্বিতীয় দিন সুনামগঞ্জে সর্বমোট ৭৯১জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪০৮জন, দক্ষিণ সুনামগঞ্জে ৩০জন, ছাতকে ২৫, দোয়ারাবাজারে ২৬ জন, বিশ্বম্ভরপুরে ৭০জন, তাহিরপুরে ২৯জন, জামালগঞ্জে ৩০জন, ধর্মপাশায় ৪৯ জন, দিরাইয়ে ২০জন, শাল্লায় ৩০জন ও জগন্নাথপুরে ৪৯জন।
সিভিল সার্জন জানান, সোমবার বিকেলে ভ্যাক্সিন গ্রহণ বিষয়ে নতুন আদেশ দেওয়া হয়েছে। এই আদেশে বলা হয়েছে এনআইডি ডিয়ে চল্লিশোর্ধ যে কেউ ভ্যাক্সিন কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিন গ্রহণ করতে পারবেন।