স্টাফ রিপোর্টার::
২০১৮ সালের মধ্যে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদম প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ’র বিদ্যুতের দাবিতে প্রতিমন্ত্রীর বরাবরে দেয়া ডিও লেটারের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ প্রদান নিশ্চিত করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর এ দুই উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্রতিমন্ত্রীর বরাবরে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য। সংসদ সদস্যের ডিও লেটারের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী (স্মারক নং ৪৫৭) জানান ২০১৮ সালের জুন মাসে সুনামগঞ্জ সদর ও ২০১৮সালের ডিসেম্বর মাসে বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
শতভাগ বিদ্যুৎ সরররাহের এ খবরটি ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গ্রামগুলির সাধারন মানুষজন খুশি হয়েছেন। এ জন্য গ্রামবাসী বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদম প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহকে অভিনন্দন জানিয়েছেন।