সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জে এসএসসি/দাখিল, জেএসসি ও পিএসসি/এবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা টিটন খীসা।
সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.লৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, আলা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, পংকজ পাল চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমূখ। অনুষ্টানে ১৩২ জন শিক্ষার্থীকে ক্রেষ্টসহ এসএসসি,দাখিল ৩৫০০,জেএসসি ৩০০০,পিএসসি,এবতেদীয়া২৪০০ টাকা প্রদান করা হয়েছে।