1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ক্বাবাঘর ধ্বংস করে দিতে আইএসের ডাক

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জুলাই, ২০১৬, ৩.০৮ এএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

kabaঅনলাইন ডেক্স::
মুসলিম উম্মার প্রধান ধর্মীয় নিদর্শন পবিত্র ক্বাবাঘর এবার ধ্বংসের ডাক দিয়েছে অইসলামিক স্টেট বা আইএস। আইএস এর এক সদস্য সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র কাবা ঘর ধ্বংস করে দেবে বলে টুইটারে বার্তা দিয়েছে। মার্কিন গণমাধ্যম- হাফিংটন পোস্টের এক খবরে সোমবার বিষয়টি প্রকাশ করা হয়।

পরে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হুমকিদাতা নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি।

টুইটার বার্তায় বলা হয়- মুসলমানরা কাবা ঘরে পাথরের উপাসনা করে। আল্লাহর ইচ্ছায় পাথরের উপাসনাকারী ও কাবা ঘরকে ধ্বংস করা হবে বলে হুমকি দেয়া হয়। মানুষ মক্কায় আল্লাহর বদলে পাথরকে উপাসনা করতে যায় বলেও টুইটারে মন্তব্য করে ঐ ব্যাক্তি।
বার্তা সংস্থা এপি- তুর্কি গণমাধ্যমের বরাতে ওই ব্যক্তির নাম ‘আবু তোরাব আল মুগাদাসি’ বলে উল্লেখ করেছে। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার নামে ২০১৪ সাল থেকেই ইরাক ও সিরিয়ায় সহিংসতা চালিয়ে আসছে আইএস। এখন সারা বিশ্বেই তারা হামলা চালিয়ে হত্যার দায় স্বীকার করে আলোচনায় আছে।
সূত্র: সময় টিভি অনলাইন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!