স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ২ কি.মি এলাকা জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার ইবারত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।