স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে বৃহষ্পতিবার একই সময়ে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের দুটি পক্ষ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন উভয় পক্ষের সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করে উত্তেজনা প্রশমন করে। বৃহষ্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ধল বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করে প্রশাসন।
জানা গেছে তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে দুটি পক্ষ সম্প্রতি মুখোমুখি অবস্থান নিয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইদুল মিয়া ও সাধারণ সম্পাদক আহমদ চৌধুরীকে পাশ কাটিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বৃহষ্পতিবার ধল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ব্যানারে কর্মীসভা আহ্বান করেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রধান অতিথি করা হয়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই স্থানে একই সময়ে পাল্টা ১৫ আগস্ট শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সমাবেশ আহ্বান করে প্রচারণা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার মো. আলতাফ হোসেন বৃহষ্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ধল বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী বলেন, আমাদের না জানিয়ে জেলা সভাপতি মতিউর রহমানকে অতিথি করে কয়েকজন কর্মীসভা আহ্বান করে প্রচারণা চালানোয় নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে উঠেন। তিনি বলেন, মতিউর রহমান আমাদেরও নেতা। তবে তিনি আসবেন আমাদের জানাবেননা এটা ঠিক না।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আলতাফ হোসেন বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় উত্তেজনা এড়াতে আমরা ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে নিবৃত্ত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।