1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পুলিশ কনেস্টেবলের হত্যাকারী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ এপ্রিল, ২০১৮, ৪.২৩ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাত নগর গ্রামে বড় ভাইয়ের হাতে নিহত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের হত্যাকারী তার বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজাম উদ্দিনের বড়ভাই জামাল উদ্দিনের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত নিজাম সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকেই জামাল উদ্দিনসহ তার পরিবার গ্রাম ছেড়ড়ে পালিয়ে যায়।
শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা এলাকার নিকটবর্তী শত্রুমর্দন গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল আসামি জামাল উদ্দিন কে আটক করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ। এ অভিযানে নেত্রেত্ব দেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অভিযানিক দলে অংশ নেন সদর মডেল থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা।

এ ব্যপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ঘটনার পর থেকেই আমরা আসামি কে ধরতে অভিযান পরিচালনা শুরু করি, আসামি তার বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও বৃহস্পতিবার দুপুর থেকে পরিচালিত একাধিক বিশেষ অভিযানে সন্ধ্যায় জামাল কে দক্ষিণ সুনামগঞ্জ থেকে আটক করাহয়, তার বাবার নাম জহুর উদ্দিন, বর্তমানে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!