স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সানবাড়ি বাজারে সামাজিক সংগঠন ‘আবির্ভাব ফাউন্ডেশন’ ও ‘হাওরের জন্য ভালোবাসা’র উদ্যোগে ২৫৫ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সানবাড়ি বাজারে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নজরপুর, বানারসিপুর এবং সানাবাড়ি গ্রামের অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ‘হাওরের জন্য ভালোবাসা’ সংগঠনের প্রধান সমন্বয়কারী জোবায়ের অপু, সদস্য আফজালুর রহমান, আবির্ভাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরাফাত দেওয়ান, কো-লিডার ওদুদ ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফি রাখি, ব্লাড সম্পাদক তানিয়া ইসলাম তন্বি প্রমুখ।