জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নদীরক্ষা কমিটি’র সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেফাউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, সমবায় কর্মকর্তা মো. আবু তাহের তালুকদার, কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ গোলাম মর্তুজা।
বক্তারা বলেন, হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলাকে রক্ষা করতে হলে ভরাট নদী পূর্ণ খনন ও নদীর অবৈধ দখল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পানি ও পরিবেশ দুষণের ব্যবস্থা গ্রহণ, নদীর স্বাভাবিক গতি প্রবাহ পুর্ণ উদ্ধারে ব্যবস্থা গ্রহন, আর্থসামাজিক উন্নয়নে নদীর প্রবাহ নির্ধারন করা।