স্টাফ রিপোর্টার::
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একধাপ পরে সহকারি শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিটি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২২ ডিসেম্বরের আগে এই দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আমরণ অনশণ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শিক্ষক নেতারা জানান, ২০০৪ সাল পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকের বেতন ছিল। কিন্তু দিন দিন সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে ব্যবধান বেড়েছে তিন ধাপ। সহকারি শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে শিক্ষকের বেতন নির্ধারণ করার দাবি জানান বক্তারা। ২২ ডিসেম্বরের আগে এ দাবী মানা না হলে, ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুন রশিদ। এ সময় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, যুগ্ম আহবায়ক দোলন তরফদার, বাদল চন্দ্র তালুকদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি সুপ্রিয় রায়. দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি শৈলেন্দ্র দাস. তাহিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, বিশম্ভরপুর উপজেলা সভাপতি আব্দুল লতিফ আখঞ্জি, দোয়ারবাজার উপজেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।