জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জে জগন্নাথপুরে টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রবিবার রাতে জগন্নাথপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হানিফ খাঁর সাত বছরের শিশু কন্যা রোববার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় পাড়ার অন্যান্যে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় একই গ্রামের মনাই মিয়ার ছেলে মকলিছ মিয়া (২৪) টাকার লোভ দেখিয়ে শিশু কন্যাকে তার বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে এ সময় শিশুর আতœচিৎসারে লোকজন এগিয়ে আসে তার উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে অভিযান চলছে।