স্টাফ রিপোর্টার:
প্রাথমিক সমাপনী পরীক্ষায় সুনামগঞ্জের সরকারি জুবিলী হাইস্কুল কেন্দ্রে এক বেঞ্চে অতিরিক্ত শিক্ষার্থীদের আসন বিন্যাসের অভিযোগ পাওয়া গেছে। এই কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে। প্রতি বেঞ্চে তিনজন শিক্ষার্থীর আসন বিন্যাসের কথা থাকলেও এ কেন্দ্রে চারজনের আসন বিন্যাস করা হয়েছে। এতে স্বাচ্ছন্দে লিখতে গিয়ে হোচট খেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
এদিকে এই অভিযোগে একজন অভিভাবক কেন্দ্র সচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন। সংশ্লিষ্টরা আগামীকাল প্রতি বেঞ্চে তিনজন করে আসন বিন্যাস করে দিবেন বলে অভিভাবকদের জানিয়েছেন।
জনাগেছে শহরের উকিলপাড়া আবাসিক এলাকার অভিভাবক এডভোকেট কল্লোল তালুকদার চপল এই অভিযোগ করলে সংশ্ষ্টিরা এ আশ্বাস দেন।
সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া বলেন, এ বিষয়ে অভিভাবক অভিযোগ করার পর সমস্যার সমাধান করা হয়েছে।