স্টাফ রিপোর্টার::
কাল ১৫ নভেম্বর মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের দশম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে বাক্ষ্রণবাড়িয়া জেলার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান ও ব্যক্তিগত গাড়ি চালক কবির মিয়া মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন মমিনুল মউজদীনের বড় ছেলে ফিদেল নাহিয়ান। দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
কবি মমিনুল মউজদীন স্মৃতি সংসদের উদ্যোগে আজ বুধবার তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে।
কবি মমিনুল মউজদীনের দুটি কাব্যগ্রন্থ হলো: ‘এ শহর ছেড়ে পালাবো কোথায়’ ও ‘হৃদয় ভাঙ্গার শব্দ’।