সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর জলসীমানা থেকে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া এক ব্যক্তির ভাসমান লাশ মঙ্গলবার রাত ১১ টার দিকে উদ্ধার করেছে থানা পুলিশ।’ পুলিশের ধারণা দুর্বৃত্তরা কমপক্ষে ২দিন পূর্বে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে লাশ গুমের জন্য হাওরে ভাসিয়ে দেওয়া হয়েছে।’
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার মঙ্গলবার রাতে জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামের মসজিদ সংলগ্ন বৌলাই নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে সন্ধায় গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ওই এলাকায় গিয়ে গামছা জড়ানো ও বিবস্ত্র অবস্থায় ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ রাত ১১ টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।’নদী থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরিকালে নিহত ব্যক্তির মাথার পেছনে ধারালো দায়ের কুপ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখতে পেয়েছে থানা পুলিশ।’
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, লাশের পরিচয় ও হত্যাকান্ডের কারণ, হত্যাকারীদের শণাক্ত করণে পুলিশী চেষ্টা অব্যাহত রয়েছে।’ এ ব্যাপারে রাতেই থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।##