জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট শহর থেকে জগন্নাথপুুরের উদ্যেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌছামাত্র একটি মোটরসাইকের সঙ্গে মুখামুখি সংর্ঘষ এড়াতে গিয়ে বাসটি ( সিলেট-জ-১১-০৬৪৩) খাদে উল্টে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওযার্ড কাউন্সিলর মামুন আহমদ।