1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াই হবে প্রকৃত সমাধান: সুষমা স্বরাজ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ৩.১২ পিএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতে উদ্বেগের কথা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াই হবে একমাত্র সমাধান। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আজ রবিবার (২২ অক্টোবর) ঢাকায় চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে একথা বলেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক চলে।
সুষমা স্বরাজ আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ভারত ও বাংলাদেশ ‘জিরো ট্রলারেন্স নীতিতে’ এক সঙ্গে কাজ করবে। এছাড়া বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ভারত দুই থেকে তিন গুণ বাড়াবে বলেও জানান তিনি।
এর আগে বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!