স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির টহল দল বৃহষ্পতিবার দুপুরে তাহিরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। বৃহষ্পতিবার দুপুরে হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বাধীন টহল দল গুচ্চগ্রাম নামক স্থান থেকে এই অবৈধ পণ্য উদ্ধার করে।
২৮ বিজিবি সূত্র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারাগাও বিউপির হাবিলদার মো. রফিকুল ইসলাম গুচ্চগ্রামের ১১৯৫/৫-এস এর নিকট অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন। এই মদের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৯৬ হাজার টাকা। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি ঠের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় বলে সূত্র জানায়।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানী রোধে বিজিবি তৎপর রয়েছে।