1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও মদ আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৫২ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১ বোতল ভারতীয় ওকেন গ্লো মদ আটক করেছে।
তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপি’র নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে টহল দল ২৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। একই বিওপির নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল রবিবার সকালে সীমান্ত মেইন পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থান হতে ৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১ বোতল ওকেন গ্লো মদ আটক করে। যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
তবে এসব ঘটনায় কাউকে আটক করা যানি।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে জানান অধিনায় লে. ক. নাসির উদ্দিন আহমেদ, পিএসসি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!