হাবিবুর রহমান হাবিব::
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৩ নং বাহাড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরী আর নেই। ৭৭ বছর বয়সে তিনি মারা যান। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমড়া গ্রামে তার নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
তার মৃত্যুতে শোকাহত শাল্লা উপজেলা আওয়ামী লীগ পরিবার। প্রবীণ এ নেতার মৃত্যুতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আঃ ছাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।