আরিফ বাদশা::
উচ্চ আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে জামালগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে নেতাকর্মীরা জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে জঙ্গি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজীব, রাসেল আহমেদ, উমায়ের পাশা, পাশা, হৃদয় গনি, তামিম রহমান চৌধুরী, শাকিল, হিমু, লিংকন প্রমুখ।