হাওর ডেস্ক::
গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে প্রায় ৬৪০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্র। খবর রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
প্রস্তাবিত এই অস্ত্র প্যাকেজে রয়েছে ৩০টি আক্রমণাত্মক হেলিকপ্টার, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার। এছাড়া ৩ হাজার ২৫০টি সাঁজোয়া যান ইসরায়েলকে দিতে চায় যুক্তরাষ্ট্র, যার জন্য খরচ হবে আরও ১৯০ কোটি ডলার। বাকি ৭৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।
বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই এই প্রস্তাব এসেছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক এবং নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের আলোচনার প্রাক্কালে এমন সময় অস্ত্র বিক্রির পরিকল্পনার খবর প্রকাশ পেল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটির অভ্যন্তরে অভিযান জোরদার করেছে এবং হামাসের অবকাঠামোতে হামলা চালাচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন, নিরাপদ আশ্রয়ের কোনো পথ খোলা নেই।
এদিকে, মার্কিন সিনেটে প্রথমবারের মতো কয়েকজন আইনপ্রণেতা একটি প্রস্তাব উত্থাপন করেছেন, যাতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সিনেটের অধিকাংশ ডেমোক্র্যাট অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন।
হোয়াইট হাউজ এ বিষয়ে কোনও মন্তব্য দেয়নি।