স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে মাদক সেবন ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে পাঁচজন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন পর্যটক হাওরের একটি হাউসবোটে অবস্থান করছিলেন। সেখানে তারা গাঁজা সেবন করে উচ্চস্বরে চিৎকার, অশোভন আচরণ ও পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, আহমেদ মাহফুজ, নাসির হোসাইন ও তাহসিন আহমেদ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “টাঙ্গুয়ার হাওরের মতো সংবেদনশীল পর্যটন এলাকায় কেউ যদি আইন লঙ্ঘন করে বা পরিবেশ নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যটনের নামে মাদক সেবন ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”