স্টাফ রিপোর্টার ::
মধ্যনগরের দুর্গম হাওরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুন বুধবার দিনব্যাপী এই অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। এছাড়াও ড. ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
জানা গেছে বুধবার দিনব্যাপী বংশীকু-া দক্ষিণ ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদরাসায় নানা ফলজ ও বনজ বৃক্ষ লাগানো হয়। এতে দলীয় নেতাকর্মীসহ শিক্ষাবিদ, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের রাজনৈতিক উন্নয়ন দর্শনের আদর্শ পুরুষ ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে সবুজ বিপ্লব বাস্তবায়ন করেছিলেন। তার যোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান আগামীদিনের সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন। আমরা তার নেতৃত্বে তৃণমূলে এই কাজ বাস্তবায়নে কাজ করছি। বিশ্ব পরিবেশ দিবসে আমরা আমাদের নেতার সুযোগ্য সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করে জলবায়ু সংকট মোকাবেলায় হাওরের মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরেছি।
দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে আমরা অঙ্গিকারাবদ্ধ।