হাওর ডেস্ক::
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার (২০ জুন) সকাল থেকে টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা। জানা গেছে, জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়।
উল্লেখ্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।