স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে।
শনিবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি সীমান্ত পিলার ১২১২/৯-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শহীদ মিনার এলাকার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত কসমেটিক্সের পরিমাণ ৮৩১ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।
অভিযান সম্পর্কে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত কসমেটিক্স ও মোটরসাইকেল শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।