1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

মধ্যনগরে ১৫টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে জেলা প্রশাসন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১.২২ এএম
  • ৪ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় সংলগ্ন এলাকার সরকারি জায়গা থেকে ১৫টি অবৈধ স্থাপনা বৃহস্পতিবার (২৮নভেম্বর) বেলা ১২টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রৌশন আহমেদ এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান, মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম সারোয়ার প্রমুখ
মধ্যনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪থেকে ১৫ বছর আগে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ১৪শতক জায়গা অবৈধভাবে দখল করে সেখানে একটি দ্বিতল পাকা ভবন ও ১৪টি টিনসেড ঘর নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী ১৫টি পরিবার। বছর খানেক আগে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ভবন নির্মাণ করে বসবাস করার বিষয়টি মধ্যনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের নজরে আসে। তিনি অবৈধভাবে দখলদারদের কে সরকারি স্থান ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার নোটিশ করেন ও মৌখিকভাবেও বুঝিয়ে বলেন। । কিন্তু এতে অবৈধ দখলদারেরা কোনোরকম কর্ণপাত করছিলেন না৷ গত তিন থেকে চার মাস আগে অবৈধ দখল উচ্ছেদের জন্য নথি সৃজন করে তা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একটি অ্যাক্সভেটর ও ১০জন শ্রমিক নিয়োজিত করে অবৈধ ১৫টি স্থাপনা উচ্ছেদ শুরু হয় এবং তা ওইদিন সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন,অভিযানকালে অবৈধ দখলকারীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে সরিয়ে নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!