1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

ভূয়া নিউজ শণাক্তে টোল

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯.৫৭ এএম
  • ৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
স্বল্পমেয়াদি বৈশ্বিক ঝুঁকির তালিকায় যে বিষয়টি এই মুহূর্তে বিশ্ব অর্থনৈতিক ফোরামের তালিকার শীর্ষে রয়েছে, সেটি হচ্ছে ‘ভুয়া সংবাদ’। এই ভুয়া সংবাদের রয়েছে দুটি দিক- ভুল তথ্য ও তথ্যবিকৃতি। ভুল তথ্য হোক আর তথ্যবিকৃতিই হোক, সেটা ভুয়া সংবাদের কাতারে পড়বে। এজাতীয় ভুয়া সংবাদ শুধু এই গ্রহবাসীকে ভুল পথে পরিচালিতই করে না; মানুষের বিশ্বাসে চিড় ধরায়, সামাজিক বিভক্তিকে আরো গভীর বানায়।
পাশাপাশি ভুয়া সংবাদ মৌলিক মানবাধিকারেরও পরিপন্থী।
জনমত ভুল পথে পরিচালিত করতে ভুয়া সংবাদের দৌরাত্ম্য দেখেই তা নিরসনের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ। পরে তিনি এই প্রয়োজনীয় টুল তৈরি করেন। এটি চলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে।

এই টুলের মাধ্যমে ভুয়া সংবাদ শনাক্ত করা অতি সহজ ব্যাপার।
‘ফ্রাপে’ শব্দটি হচ্ছে ইংরেজি ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রপাগান্ডা এক্সপ্লোরার শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই ফ্রাপে টুল শুধু কোনো সংবাদের গঠনশৈলীই শনাক্ত করবে না, সংবাদটিতে ভুল তথ্য যুক্ত রয়েছে কি না সেটাও বলে দিতে পারবে।
প্রফেসর নাকভ বলেন, ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, ক্যাটাগরি এবং পাঠকের মতামত ও আবেগের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এরাব নিউজকে দেওয়া এক ম্যারাথন সাক্ষাৎকারে নাকভ বলেন, এই টুল ব্যবহার করে পাঠক নিমেষেই জেনে যেতে পারবে সংবাদটি সঠিক নাকি বেঠিক। এতে ভুল তথ্যের পরিমাণ এবং ইচ্ছাকৃত ভুল তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। তিনি জানান, ফ্রাপে টুল ২৩টি ভিন্ন ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জ্ঞাত। এআই তাকে এই কাজে সহায়তা দেয়। তিনি বলেন, এই টুল ব্যবহার করলে একজন পাঠক এটা সহজেই ধরতে পারবেন, কোন কোন গণমাধ্যম কতখানি গুজব ছড়ায় এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!