স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহপ্রচার সম্পাদক জুনেদ আহমদের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে শহরের আলফাত স্কয়ারে জুনেদ আহমদের গ্রাম মাইজবাড়ি এলাকাবাসী এই মানবন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তারা অবিলম্বে জুনেদ আহমদের খুনীদের খুজে বের করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, মাইজবাড়ী গ্রামের সমাজ সেবক নূরুল ইসলাম, আফজাল হোসেন, নূরুল হক, সাবেক ইউপি সদস্য ইছাক আলী, জসিম উদ্দিন সরকার, আব্দুল মালেক, ইকবাল হোসেন, লিটন, আলীনুর, তোফাজ্জল প্রমুখ।
উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ শহর থেকে মাইজবাড়ি যাওয়ার পথে রাস্তায় এলোপাথারি ছুরিকাঘাত করে জুনেদ আহমদকে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় নিহতের মা ঈদের দিন অপ্সাতনামাদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সন্তেহভাজন হিসেবে জুনেদ আহমদের শ্যালক আব্দুল মতিনকে গ্রেফতার করেছে।