1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে ৬৬টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চারটি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের ৬৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একসঙ্গে বিপুল সংখ্যক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন হাওরবাসী। এছাড়াও প্রধানমন্ত্রী জেলার চারটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল; চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন; জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র; সুনামগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স; ১১টি শিক্ষা প্রতিষ্ঠান কাম বন্যা আশ্রয় কেন্দ্র; সুনামগঞ্জ পৌর কলেজে এর ৫তলা প্রশাসনিক কাম একাডেমিক কাম মাল্টিপারপাস ভবন; ইসলামগঞ্জ ডিগ্রী কলেজ এর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন; বিভিন্ন উপজেলায় ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন; সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস; সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদীর উপর ২১০ মি. পিএসসি গার্ডার ব্রীজ; সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; বিশ্বম্ভরপুর, দিরাই এবং জগন্নাথপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম; বরইউরি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসা, দোয়ারাবাজার; দুর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ৯টি বন্যা আশ্রয়কেন্দ্র। এছাড়াও চারটি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উপজেলা গুলো হলো দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি, সিনিয়র জেলা ও দায়রা মোঃ হেমায়েত উদ্দিন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রোকনুজ্জামান, বিচারক, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ; পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, মোহাম্মদ রোকন উদ্দিন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ; ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্টজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!