1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে সুদখোরের অত্যাচার সইতে না পেরে চিরকুট লিখে আত্নহত্যা করলেন ব্যবসায়ী যুক্তরাজ্যে স্ত্রীকে নির্মমভাবে খুনের দায়ে বাংলাদেশির ২৮ বছরের কারাদণ্ড মধ্যনগর বালু স্তূপের উপর থাকা এক নবজাতক উদ্ধার দিরাই পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মনোনয়ন প্রত্যাশী মাহবুব তাহিরপুরে কোটি টাকার সাদা পাথর মাত্র ১৬ লাখে নিলাম! কানাডা ও যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: নতুন দুঃসংবাদ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি: রাষ্ট্রীয় শোক পালিত মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে: দাবি মেনে নেওয়ার ঘোষণা উপদেষ্টা দিলেন আসিফ নজরুলের

সুনামগঞ্জে ৬৬টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চারটি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের ৬৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একসঙ্গে বিপুল সংখ্যক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন হাওরবাসী। এছাড়াও প্রধানমন্ত্রী জেলার চারটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল; চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন; জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র; সুনামগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স; ১১টি শিক্ষা প্রতিষ্ঠান কাম বন্যা আশ্রয় কেন্দ্র; সুনামগঞ্জ পৌর কলেজে এর ৫তলা প্রশাসনিক কাম একাডেমিক কাম মাল্টিপারপাস ভবন; ইসলামগঞ্জ ডিগ্রী কলেজ এর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন; বিভিন্ন উপজেলায় ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন; সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস; সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদীর উপর ২১০ মি. পিএসসি গার্ডার ব্রীজ; সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; বিশ্বম্ভরপুর, দিরাই এবং জগন্নাথপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম; বরইউরি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসা, দোয়ারাবাজার; দুর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ৯টি বন্যা আশ্রয়কেন্দ্র। এছাড়াও চারটি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উপজেলা গুলো হলো দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি, সিনিয়র জেলা ও দায়রা মোঃ হেমায়েত উদ্দিন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রোকনুজ্জামান, বিচারক, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ; পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, মোহাম্মদ রোকন উদ্দিন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ; ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্টজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!