1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

নীতিমালা ভঙ্গ করে শাল্লায় শিক্ষক বদলি: যোগদান না দিতে লিখিত অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

পঙ্কজ কান্তি দাস, শাল্লা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক বদলির নীতিমালা ভঙ্গ এবং শাল্লার বেকারদের চাকুরির স্বার্থ নষ্ট করে ঘুষের মাধ্যমে তাহিরপুর থেকে শাল্লায় সহকারি শিক্ষক বদলি করায় তাকে যোদগান না দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন শাল্লার বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রীতম দাস। ২৫ মে বৃহষ্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এবং শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও দেওয়া হয়।
উল্লেখ্য নেত্রকোণা জেলার খালিয়াজুরি ইউনিয়নের আমানীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও কৃষ্ণপুর হাজি আকবর আলী কলেজের শিক্ষক এটিএম আব্দুল্লাহর স্ত্রী রোমানা আক্তারকে নিয়মবহির্ভূতভাবে খালিয়াজুরি উপজেলায় বদলি না করে শাল্লা উপজেলায় বদলির আদেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান। এতে আগামীতে শিক্ষক নিয়োগ হলে শাল্লার চাকুরিপ্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হবেন। একটি পদ স্থায়ীভাবে নিয়োগ বন্ধ হয়ে যাবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের আন্ত উপজেলা বদলির কার্যক্রম সম্পন্ন হয়। তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুর্নীতির আশ্রয় নিয়ে তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোমানা আক্তারকে শাল¬ার আটগাঁও ইউনিয়নের দক্ষিণ মামুদনগর গ্রামে বদলির সুপারিশ করে অগ্রগতি প্রতিবেদন দেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান একইভাবে অনিয়মের আশ্রয় নিয়ে ওই শিক্ষিকাকে নিয়মবহির্ভূতভাবে বদলির আদেশ দেন। কিন্তু যে বিদ্যালয়ে বদলির আদেশ দিয়েছেন সেই বিদ্যালয়েও কোন শুন্যপদ নেই। এখন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসকে চাপ দিয়ে তাকে দ্রুত যোগদান দেখানোর নির্দেশ দিয়েছেন। তাই ওই শিক্ষিকাকে যাতে কোনভাবেই শাল্লার এই বিদ্যালয়সহ এই উপজেলার কোন বিদ্যালয়ে যোগদান করানো না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদনে উলে¬খ করেন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা সন্তান।
আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রীতম দাস বলেন, শাল্লা নানাভাবেই বঞ্চিত। জেলা শিক্ষা অফিসার আইন ভঙ্গ করে আমাদের শিক্ষক নিয়োগের একটি পদ নষ্ট করে বাইরের জেলার একজন শিক্ষককে বদলির আদেশ দিয়েছেন। কোন যাছাই করেননি। এই শিক্ষিকা এখানে যোগ দিলে আমাদের শাল্লার বেকারদের চাকুরির পথ বন্ধ হবে। এ কারণে আমি লিখিত আবেদন করে শাল¬া উপজেলার স্বার্থ রক্ষার দাবি জানিয়েছি। প্রয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মামলা করবো।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলির নীতিমালা অনুযায়ী দক্ষিণ মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ পাওয়া ওই শিক্ষিকার বদলির সুযোগ নেই। এভাবে বদলি হলে শাল্লার আগামী নিয়োগে একজন শিক্ষক কম পাবে। এ বিষয়ে এক বীর মুক্তিযোদ্ধা সন্তান লিখিত আবেদন করেছেন। আমি এই আবেদনের আলোকে উর্ধতন কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে লিখব। তাছাড়া সঠিক কাগজপত্র ছাড়া ওই শিক্ষককে যাতে তড়িগড়ি করে যোগদান দেখানো না হয় আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!