1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

শাল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৯.০৮ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি :
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার -এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের উপহার স্বরূপ ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ৮৯টি সরকারি ঘর উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২১মার্চ) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে -এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় সারাদেশজুড়ে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। শাল্লা উপজেলা ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহ আগামীকাল বুধবার (২২মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাল্লা উপজেলায় ৮৯টি ঘরের শুভ উদ্বোধন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মঙ্গলবার (২১মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা সমবায় কর্মকর্তা হীরন্ময় রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক প্রীতম দাশ, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান হাবিব, নিশিকান্ত দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে উপজেলায় আরও ১৪শ’ ৩৫টি সরকারি ঘর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!