স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের উদ্যোগে শুক্রবার সকালে সুনামগঞ্জ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের গ্রেডেশনভূক্ত শিক্ষকদের মধ্যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত এই বিশেষ মতবিনিময়সভায় সকল গ্রেডেশনভুক্ত শিক্ষকদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট পদোন্নতি বাস্তবায়ন উপকমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন মো. হারুন রশিদ ও সদস্যসচিব মনোনীত হয়েছেন মো. দিলোয়ার হোসেন।
এই কমিটি শিক্ষকদের পদোন্নতি বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে দাবি আদায়ে আন্দোলন করে যাবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্বার্থরক্ষায় সংগঠনটি কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।