জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে গরুসক দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো বালাগঞ্জের গহরপুর গ্রামের কদর আলী ছেলে সেলিম মিয়া (২৫) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল মিয়া (২৭)।
জানা যায়, রোববার রাতে একটি ট্রাকে (যান নং সিলেট ঢ-১১-০৮০০) করে ৪টি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা জগন্নাথপুর পৌরপয়েন্টে ট্রাকটি আটক করা করেন। এ সময় উল্লেখিত দুই চোরসহ ৪টি গরু আটক করে পুলিশ সোর্পদ করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃত দুই চোর জানিয়েছে তারা ছাতক থানার ভাতগাও ইউনিয়নের জিয়াপুর গ্রামে থেকে গরু চুরি করেছে।
সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।